
হোটেল কক্ষে জঙ্গির অবস্থান ও বিস্ফোরক দ্রব্য আছে- এমন খবরে চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল “ফেভার ইন”-এ প্রায় দুই ঘণ্টার এক অভিযান চালিয়েছে পুলিশ। পরে জঙ্গি ও কোনো ধরনের বিস্ফোরক না পেয়ে রাত সাড়ে ৮টায় অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে শনিবার সন্ধ্যা ৬টার পর ওই হঠাৎ আবাসিক হোটেলটি ঘিরে ফেলে পুলিশ। খবর দেয়া হয় মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের। এ সময় চারদিকে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম জানান, সোর্সের মাধ্যমে জানতে পারি ওই হোটেলের একটি কক্ষে জঙ্গিরা অবস্থান করছেন এবং সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য মজুদ করা হয়েছে। মূলত এই খবরের ভিত্তিতেই অভিযানটি পরিচালনা করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রীয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার পর কক্ষটিতে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে সেখানে কিছু পাওয়া যায়নি।
সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সন্দেহজনক কিছু আছে কি না, সেটি দেখতে তল্লাশি চালিয়েছি। শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি। অভিযান শেষ হয়ে গেছে।