স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ শহরের কালীবাড়ি এলাকার শাকিলকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার দুপুরে কালিবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিল খান ওই এলাকার মামুন খানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শাকিল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে এক গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। শাকিলের বিরুদ্ধে আরো কয়েকটি মাদক মামলা রয়েছে। সে মানিকগঞ্জের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৮ মার্চ ২০১৮/ লিটন