স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে হিরো মোটরসাইকেল আন্ত: উপজেলা অনুর্ধ্ব-১৬ ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ফাইনালে ১-০ গোলে মানিকগঞ্জ সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সিংগাইর উপজেলা।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।
স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আব্দুল মোতিনের সভাপতিত্বে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব সাহা, সহ-সভাপতি তায়েবুর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী খায়রুল হুদা ফারুক, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু প্রমূখ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় সিংগাইর উপজেলা খেলোয়ার লিপন প্রথমার্ধের ১২ মিনিটে একমাত্র গোলটি করে। লীগের সেরা খেলোয়ার নির্বাচিত হয় সিংগাইর উপজেলার লিপন ও লীগের ৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরুস্কার পান মানিকগঞ্জ সদর উপজেলার খেলোয়ার রকিবুল ইসলাম।
শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে খেলায় মোট ৮টি দল অংশ নেয়।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন