
চাঁদপুর প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও বৈশাখী বড়ুয়া নিজে।
সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্ত ইউএনও তার নিজ বাসভবনে থেকে চিকিৎসা সেবা নিবেন। তার অফিস রুম ও বাসভবন লকডাউন করা হয়েছে। একই সাথে তার সংস্পর্শে আসা ১২জনের নমুনা সংগ্রহ করা হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, যেহেতু নির্বাহী কর্মকর্তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তাই এখন তিনি সিভিল সার্জনের পরামর্শ অনুযায়ী চলবেন।
চট্টলানিউজ/এসআর