হরিরামপুরে বিদ্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের হরিরামপুরে গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা।

এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মহীউদ্দীন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সাভার সার্কেলের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরেফিন রেজওয়ান, সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল হক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোমিন উদ্দিন খান, উপজেলা সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রউফসহ বিদ্যালয়ের শিক্ষক ও গন্যমান্য বক্তিরা উপস্থিত ছিলেন।

প্রায় ৭১ লাখ টাকা ব্যয়ে ৪তলা ফাউন্ডেশনের একতলা ভবনের এই নির্মাণ কাজ বাস্তবায়ন করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

সব খবর/ মানিকগঞ্জ/ ৩ মার্চ ২০১৮/ লিটন