স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের হরিরামপুরে চোর সন্দেহে অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঝিটকা বাজারের দুই নৈশ্যপ্রহরীকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে ঘিওর উপজেলার ঝিটকা-মানিকগঞ্জ সড়কের উভাজানী এলাকা থেকে পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১ টার দিকে ঝিটকা বাজারে চোর সন্দেহে অজ্ঞাত ওই ব্যক্তিকে বাজারের নৈশ্যপ্রহরীরা আটকিয়ে মারপিট করে। ওই সময় হরিরামপুর থানার এসআই জুনায়েদ টহল ডিউটিতে ছিলেন। নৈশ্যপ্রহরীরা অজ্ঞাত ওই ব্যক্তিকে ধরে এসআই জুনায়েদের হাতে তুলে দেন। পুলিশ ওই ব্যক্তিকে থানায় না নিয়ে গার্ডদের বাজারেই আটকে রাখার পরামর্শ দেয়। সকালে আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য মানিকগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয়।
পরে শুক্রবার বেলা ১১ টার দিকে উভাজানী এলাকা থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ জানান, চোর সন্দেহে পিটিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়, পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী শহিদুল ইসলাম (৪০) ও সাইদুর রহমানকে (২২) আটক করা হয়েছে। এছাড়া নিহতের পরিচয় উদঘাটন এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৮ মে ২০১৮/ লিটন