ঢাকা অফিস: স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভাপতি হিসেবে অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু পুনঃনির্বাচিত হয়েছেন। সংগঠনের বিশেষ সাধারণ সভায় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি নির্বাচন করা হয়।
ড. আবদুল মান্নান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য। অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সহসভাপতি ও যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য।
স্বাশিপ জাতীয় কার্যকরী সংসদের দ্বিতীয় জাতীয় বিশেষ সাধারণ সভা সকালে সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। আয় ব্যয়ের বিবরণী পেশ করেন কোষাধ্যক্ষ অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক সাজিদুল ইসলাম ও অধ্যাপক ড. মুনিরুজ্জামান দ্বায়িত্ব পালন করেন।
চট্টলানিউজ/এএ