ঢাকা অফিস : “ঐতিহাসিক মুজিব জন্মশতবর্ষেই হোক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের স্বপ্ন পূরণ” স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার ১৩অক্টোবর স্বাধীনতা শিক্ষক পরিষদ ঢাকা মহানগর উত্তরের রামপুরা থানা শাখার আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ টাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
সভায় সভাপতিত্ব করেন রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্বাধীনতা শিক্ষক পরিষদ রামপুরা থানা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান হাওলাদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্বাধীনতা শিক্ষক পরিষদ রামপুরা থানা শাখার সাধারণ সম্পাদক হোসনে আরা।