ঢাকা অফিস: স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ভোলা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ ১৭ নভেম্বর দুপুর ১২টায় বেসরকারী শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট কার্যালয়ে মতবিনিময় সভা শেষে এ কমিটি গঠন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) এর সমন্বয়কারী অধ্যক্ষ মোঃ তেলাওয়াত হোসেন।
আহবায়ক কমিটি গঠন
মতবিনিময় সভা শেষে চরফ্যাশনের দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক সহিদুল ইসলাম শামীমকে আহবায়ক, ভোলার আলতাজের রহমান কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউসুফ খান ও লালমোহনের করিমুন্নেছা হাফিজ কলেজের প্রভাষক মোঃ সোহেল আহমেদকে যুগ্ম আহবায়ক এবং তজুমদ্দিন পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর শরীফকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।