চরফ্যাশন অফিস : ‘স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ’ চরফ্যাশন উপজেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ নভেম্বর চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অনার্স ভবনের দো-তলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) চরফ্যাশন উপজেলা শাখার আহ্বায়ক, চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদরাসার সহকারী অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন সভায় সভাপতিত্ব করেন।
উপজেলা শাখার সদস্য সচিব মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হয়ে তাঁর বক্তব্যে তিনি বলেন, বর্তমান শিক্ষা বান্ধব শেখ হাসিনা সরকার গত ১১ বছরে শিক্ষা খাতে যে উন্নতি করেছে অতীতে ৩৮ বছরে সব সরকার মিলেও তা করেনি। তিনি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের স্বপ্ন পূরণে সবাইকে স্বাধীনতা শিক্ষক পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ঢাকা থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বাধীনতা শিক্ষক পরিষদের সমন্বয়কারী তেলাওয়াত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন আখন, স্বামাশিপের ভোলা জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদ, স্বাধীনতা শিক্ষক পরিষদ ভোলা জেলা শাখার সম্পাদক প্রভাষক মোঃ শহীদুল ইসলাম শামীম, স্বামাশিপ ভোলা জেলা শাখার সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা আবদুল হামিদ, চরফ্যাশন উপজেলা আওয়ামী ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ ডাঃ মোঃ আবদুল মান্নান ও স্বামাশিপ লালমোহন উপজেলা শাখার আহবায়ক সুপার মাওলানা মোঃ মোছলেহ উদ্দিন।
সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মৃত শিক্ষক-কর্মচারীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদরাসার হেড মুহাদ্দিস (অবসরপ্রাপ্ত) মাওলানা মোঃ ইয়াছিন।