সীতাকুণ্ডে আ’লীগের নেতাকে কোপাল ছাত্রলীগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম আরমানকে (৩৮) কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলার পৌরসভা দোয়াজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে কামালউদ্দিন (২৬) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে।

এ ঘটনায় আহতের পরিবার মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রায়হানউদ্দিনকে দায়ী করেছে।
আহত জাহেদ হোসেন আরমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আহত জাহেদ হোসেন আরমানের বাবা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা রায়হানের নেতৃত্বে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করতে এ হামলা চালিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১১টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় আনা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম খান বলেন, জাহেদ হোসেন আরমানকে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রায়হান ও সুমনের নেতৃত্ব সন্ত্রাসীরা হামলা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় কামালউদ্দিন নামে এক দোকানিকে আটক করা হয়েছে। অভিযোগ এসেছে তার দোকানে দেশীয় অস্ত্রগুলো রেখে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। এ বিষয়ে পুলিশ কামালউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছে।