ডেস্ক রিপোর্ট : বান্দরবানের আলীকদমে শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১৭ বসতবাড়ি আগুনে পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলীকদম উপজেলার আলীকদমবাজারে আহম্মেদ সওদাগরের বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে যায় ১৭টি বসতবাড়ি। পার্শ্ববর্তী আরও কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আলীকদম থানার ওসি রফিকউল্লাহ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সব খবর/ বান্দরবান/ ৮ জুন ২০১৮/ লিটন