সিংগাইরে বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে

স্টাফ রিপোর্টার : নাশকতার মামলায় মানিকগঞ্জে বিএনপির আট নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রোববার মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ইয়াসমিন আরা তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।

এরা হচ্ছেন সিঙ্গাইর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হোসেন মোক, সিঙ্গাইর পৌর কাউন্সিলর বিএনপি নেতা আব্দুল গফুর ওরফে বাবর আলী, চান্দহর ইউনিয়ন যুবদল সভাপতি আজিজুল হক টিক্কা, উপজেলা যুবদল নেতা হাসান আলী, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোনেম আহম্মেদ বিপ্লব, পৌর ছাত্রদল আহবায়ক কাজী আনোয়ার হোসেন, ও কলেজ ছাত্রদল নেতা মো: রনি। এরা সবাই উচ্চ আদালত থেকে অগ্রিম জামিনে ছিলেন।

জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় গত ৩ ফেব্রুয়ারি স্থানীয় বিএনপির ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন। এই মামলার আসামী উপজেলার চারিগ্রাম ইউপি চেয়ারম্যান শেখ সাজেদুল আলম স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি আমজাদ হোসেন, সিঙ্গাইর সদর ইউনিয়নের মেম্বার নজরুল ইসলাম, সিঙ্গাইর ডিগ্রি কলেজের সাবেক জিএস ইসমাইল হোসেন ও বিএনপি সমর্থক আনোয়ার হোসেনের উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে গত ১লা এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এছাড়াও এমামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে সিঙ্গাইর সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মিঠু, জয়মন্টপ ইউনয়িনরে সাবেক চেয়ারম্যান খাঁন মো: হাবিবুল আলম মোহাম্মদ আলী, সিঙ্গাইর উপজলো ছাত্রদলরে সাবকে সাধারণ সম্পাদক সেলিম হোসনে, পৌর যুবদলের সাধারন সম্পাদক এফএম ফজলুল হক, বিএনপি নেতা আতাউর রহমান আতা, রহিম মাদবর, যুবদল নেতা সুরুজ খান, জাহাঙ্গীর আলম গীরি ও আবুল হোসেন প্রায় একমাস কারাবরণ করেন। বর্তমান এরা উচ্চ আদালত থেকে জামিনে আছেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ৮ এপ্রিল ২০১৮/ লিটন