স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিংগাইরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই গ্রামের জানু দেওয়ানের মেয়ে উম্মে জিয়াদ (৭) ও তার ভাই আকবর দেওয়ানের মেয়ে আর্দিয়ারা (৬)।
সায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নিহত ওই দুই শিশুসহ কয়েকজন সমবয়সী মিলে বাড়ির পূর্ব পাশে প্রতিবেশী সায়েদ মাস্টারের পুকুরে প্রতিদিনের মতো গোসল করতে যায়। এ সময় আর্দিয়ারা পানিতে ডুবে গেলে উম্মে জিয়াদ তাকে উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়। পরে সঙ্গীরা উম্মে জিয়াদ ও আর্দিয়ারাকে পানিতে ডুবে যেতে দেখে তাদের পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন শিশু দুটোকে পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৬ এপ্রিল ২০১৮/ লিটন