সিংগাইরে জনকল্যাণ ফান্ডের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ রিপোর্টার : সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ ফান্ডের 8ম প্রতিষ্ঠা বার্ষিকী রোববার পালিত হয়েছে।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এসময় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

২০১১ সালে গোলাইডাঙ্গা গ্রামের প্রকৌশলী রিয়াজ উদ্দিনের উদ্যোগে স্থানীয় যুবক ও যুবতিদের নিয়ে জনকল্যাণ ফান্ড নামের সংগঠনটির আত্নপ্রকাশ ঘটে।

এই সংগঠনের মাধ্যমে প্রতি বছর দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অসহায় দু:স্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবাও প্রদান করা হয়। এছাড়াও সংগঠনটি তাদের ব্যক্তিগত উদ্যোগে বাল্যবিবাহ, যৌতুক, মাদক বিরোধী আন্দোলন, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা মোহর আলী।

সংগঠনে প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, নাহিদ হোসেন, রাজিব হোসেন খান, সাধারণ সম্পাদক স্বাধীন খান, যুগ্ম সম্পাদক কৌশিক আহমেদ, কোষাধ্যক্ষ সোহেল হোসেন, প্রচার সম্পাদক মিলন হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক মিতু আক্তারসহ ২১ জন সদস্য রয়েছেন।

রিয়াজ উদ্দিন জানান, আমাদের সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক একটি সংগঠন। সংগঠনের সদস্যদের ব্যক্তিগত চাঁদা দিয়েই বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গত সাত বছরে আমরা মানিকগঞ্জে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করেছি। আগামী দিনগুলোতেও আমরা আমাদের এই কার‌্যক্রম অব্যাহত রাখব।

সব খবর/ মানিকগঞ্জ/ ১২ মার্চ ২০১৮/ লিটন