স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিন জামশা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্ত খান ওই আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহাবুব আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম, জামসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইসলামী ব্যাংকের সিংগাইর শাখার ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের বিভিন্ন প্রান্তে সততা ও নিষ্ঠার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ১২ ফেব্রুয়ারি ২০১৭/ লিটন