সিংগাইরে ইটভাটার মালিক খুন !

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিংগাইরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে হাশেম মোল্লা (৫৫) নামে এক ইটভাটার মালিক খুন হয়েছেন।

শুক্রবার সাড়ে ১১ টার দিকে চান্দহর ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হাশেম মোল্লা ওই গ্রামের লালু মোল্লার ছেলে এবং তিনি এস এম বি ইটভাটার মালিক।

চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত  হোসেন বাদল জানান, সকালে বাঘুলি গ্রামের সামছু শিকদারের ছেলে আনোয়ার শিকদার ওই ভাটার ইটবহনকারী একটি ট্রাক রাস্তায় আটকিয়ে দেয়। ট্রাক ছাড়ানো নিয়ে হাশেম মোল্লার সাথে তার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আনোয়ার হাশেমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সব খবর/ মানিকগঞ্জ/ ২৩ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন