সারের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কোরবান আলী, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় বিসিআইসি সার ডিলারের গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সারের বস্তায় ওজন কম থাকায় দুই ডিলারকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ উসমান গনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু ও শৈলকুপা থানার এসআই উত্তম কুমার।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শৈলকুপা বাজারের বিসিআইসি সার ডিলার নিধীর কুমার সাহা ও রিটেইলার জালাল উদ্দিনের কাছ থেকে সার ক্রয় করে কৃষক প্রতারিত হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় গোডাউনে থাকা ৫০ কেজির সারের বস্তা ওজন করে ৪৫ থেকে ৪৬ কেজি পাওয়া যায়। বস্তা প্রতি ৪ থেকে ৫ কেজি পর্যন্ত পরিমানে কম থাকার অপরাধে নিধীর কুমার সাহাকে ৪০ হাজার ও জালাল উদ্দিনের কাছ থেকে ৩ হাজার মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সব খবর/ ঝিনাইদহ/ ২৪ মে ২০১৮/ লিটন