স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সাটুরিয়ায় দু:স্থ্যদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াটী ইউনিয়ন পরিষদ চত্তরে ভিজিএফ এর চাল বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. খুরশেদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ফারজানা সিদ্দিকী, অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান প্রমুখ।
এসময় ৯১৯ জন দু:স্থ্য পরিবারের মাঝে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৪ জুন ২০১৮/ লিটন