সাংবাদিক পান্নার ওপর সন্ত্রাসী হামলায় ডিআরইউর নিন্দা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সিনিয়র রিপোর্টার জান্নাতুল ফেরদৌস পান্নার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ শুক্রবার এক বিবৃতিতে জান্নাতুল ফেরদৌস পান্নার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানান।

১৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে চারটায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার হোসেন্দি ইউনিয়ন এলাকায় পান্নার ওপর এই সন্ত্রাসী হামলা চালানো হয়। হোসেন্দি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হোসেন্দি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে এই হামলার শিকার হন পান্না। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত পেয়েছেন তিনি।

ডিআরইউ নেতারা জান্নাতুল ফেরদৌস পান্নার ওপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।