সরকারের বিরুদ্ধে এখন মৃতরাও আন্দোলন করছে : নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র আজ মৃতপ্রায়। তা বাঁচানোর জন্য জনগণ লড়াই করতে চায়। আর খালেদা জিয়াকে সামনে রেখে তা করতে চায়। তাই আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। আজ বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

“দেড় বছর আগে মৃত ব্যক্তিদেরও পুলিশ ককটেল মারতে দেখেছে’ গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকারের বিরুদ্ধে এখন জীবিত নয় মৃতরাও আন্দোলন করছে। সরকার এখন গোরাস্থানেও প্রটোকল দিতে পারে।

পরিবেশ দূষণের পাশাপাশি রাজনৈতিক দূষণেও দেশে অনেক মানুষ মারা গেছে মন্তব্য করে তিনি বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার দাবিতে সরকারের অযৌক্তিক কথা বলা এড়িয়ে চলা উচিত। এগুলো জনগণকে বিভ্রান্তি করে।