
সব খবর ডেস্ক: সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের নতুন নেতৃত্ব তৈরি হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটউট মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার উপকমিটির এক সেমিনারে এ কথা বলেন কাদের।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ছাত্রলীগকে নিয়ে আমরা নতুন করে ভাবছি। আমাদের ছাত্রলীগের সম্মেলন আছে আপনারা জানেন। সেই সম্মেলনে আমরা নেতৃত্বের গঠনের দিক দিয়ে এবং ছাত্রলীগকে নতুন মডেলে কাজ করার একটা নির্দেশনা নেত্রীর আছে, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। একটু ধৈর্য্য ধরুন।’
এ সময় চট্রগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা রনির বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে কাদের বলেন,’দেখুন এখানে কিছু এমব্রাসিং ব্যপার ঘটে। এ ব্যপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিস্কার। ছাত্রলীগ হোক, আওয়ামী লীগ হোক অপকর্ম করে কেউ পার পেয়ে যেতে পারে নি। এখানে শেখ হাসিনা কঠোর অবস্থানে। কোন অপরাধের শাস্তি হয়নি বলুন। অপরাধ করে পার পেয়ে যায় এই কালচার আওয়ামী লীগে নেই। বিএনপিতে থাকতে পারে।’
সেমিনারে লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যন তারেক রহমানকে উদ্দেশ করে আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেন, ‘সাহস থাকলে দেশে আসুন, জেলজুলুম সহ্য করে রাজনীতি করুন।’
‘নির্বাচনের আগে তারেক রহমানকে কে ফিরিয়ে আনবে? আমরা? আমরা ফিরিয়ে আনলে তো সেটা বিদেশে পালিয়ে থাকা দণ্ডনীয় আসামিকে আইনগত ভাবে ফিরিয়ে আনতে আদালতের নির্দেশ আছে। সেক্ষেত্রে কোনো সমীকরণের বিষয় নেই।’
কাদের আরও বলেন, ‘বিষয়টি হচ্ছে তারেক রহমানের সাহস আছে কি না, রাজনীতি যখন করে তখন বিদেশে বসে দেশের রাজনীতির অঙ্গনে শব্দ বোমা ফাটাচ্ছেন কেন? আসুন, রাজপথে মোকাবিলা করুন। কত সাহস আছে। রাজনীতি যখন করেন, জেলে যাওয়ার সাহস নেই, সেই রাজনীতি কোনো দিন সফলকাম হবে না। রাজনীতি করলে জেল জুলুম সহ্য করতে হবে।’
সহায়ক সরকার গঠন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে কাদের বলেন,’সবাইকে ঐক্যবদ্ধ করার এই দয়িত্বটা ফখরুল সাহেব নিজেও নিতে পারেন। তারা (বিএনপি) নিজেরাই তো ঠিক নেই। কখনও বলে সহায়ক সরকার, কখনও বলে তত্ত্বাবধায়ক সরকার। আমরা কোনটা গ্রহণ করবো।’
‘পরিস্কার বলে দিচ্ছি, আর পাঁচ ছয় মাস পরে নির্বাচনের তফসিল। নির্বাচনের আগে এখন আর সংবিধানের বাইরে যাওয়া কোনো সুযোগ নেই। অন্যান্য দেশে যেভাবে হচ্ছে সেভাবেই হবে। তার বাইরে যেতে চাইলে চিৎকার করতে পারেন, আন্দোলন করে আদায় করবেন। এই কথা তো শুনেছি নয় বছর আগে থেকে। নয় বছরে নয় মিনিটও দাঁড়াতে পারেননি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
সব খবর/ ঢাকা/ ২০ এপ্রিল ২০১৮/ লিটন