সমকালের চরফ্যাশন প্রতিনিধির জন্মদিন পালন করেছে চট্টলানিউজ

চরফ্যাশন অফিস: দৈনিক সমকালের চরফ্যাশন প্রতিনিধি নোমান সিকদারের জন্ম দিন পালন করেছে অনলাইন নিউজ পোর্টাল চট্টলানিউজ ডটকম।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নোমান সিকদারের পৌর ৬নং ওয়ার্ডস্থ বাসভবনে কেক কেটে জন্ম দিন পালন করা হয়। এসময় চট্টলানিউজ ডটকমের সম্পাদক মুঃ নূরুল আমিন, দৈনিক যায় যায় দিন ও মতবাদ প্রতিনিধি মাইনুদ্দীন জমাদার উপস্থিত ছিলেন।
চট্টলানিউজ/এসআর