স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জর সদর উপজেলার দিঘী ইউনিয়নে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদ ভিত্তিক শিক্ষালয়ের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে অভিযুক্ত শিক্ষক সামছুল হককে আটক করা হয়।
দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতিন মোল্লা জানান, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিক্ষালয়ের শিক্ষক সামছুল হক ওরফে সামছু মুন্সি মঙ্গলবার দুপুরে ৮ বছরের ওই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়। শিশুটির আত্মচিৎকারের স্থানীয় লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। বিকেলে ওই শিশুটির পরিবার পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার পরে পুলিশ ওই শিক্ষককে আটক করে।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার লুৎফর রহমান জানান, শিশুটির স্পর্শকাতর স্থানে খত থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই শিক্ষককে আটক করা হয়েছে। নির্যাতিত শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ২০ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন