শিবালয়ে লেগুনার ধাক্কায় রিকশা চালক আহত

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া মোড়ে যাত্রীবাহী লেগুনার ধাক্বায় মোস্তফা (৪০) নামে এক রিকশা চালক গুরুতর আহত হয়েছেন। সেই সাথে রিকশায় থাকা চালকের ভাতিজা আসিফও (১২) আহত হয়েছে।

সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

আহত মোস্তফা শিমুলিয়া ইউনিয়নের পুরান শাকরাই গ্রামের সোনামুদ্দিন ও আসিফ একই গ্রামের মন্টু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাদেবপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা মা-বাবার দোয়া পরিবহনের একটি লেগুনা শিমুলিয়া মোড়ে ওই রিকশাকে সজোরে ধাক্বা দেয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ১২ মার্চ ২০১৮/ লিটন