স্টাফ রিপোর্টার : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন শিবালয় উপজেলার অন্বয়পুর এলাকার ওমর ড্রাইভারের ছেলে পিকআপ চালক লিটন হোসেন (২৫)। অপরজন ওই পিকআপের যাত্রী, তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
লিটনের মরদেহ পরিবারের স্বজনদের নিকট মধ্যরাতে হস্তান্তর করা হলেও নিহত অপর ব্যক্তির মরদেহ মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রয়েছে।
বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমির হোসেন, ঢাকাগামী মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দু’জন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় অন্তত ১২ জন।
আহতদের উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় আহতরা সবাই পিকআপের যাত্রী।
সব খবর/ মানিকগঞ্জ/ ৮ জুন ২০১৮/ লিটন