স্টাফ রিপোর্টার : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মঙ্গলবার বিকেলে পিকআপ ভ্যানের চাপায় সাগর হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
সে স্থানীয় উথলী গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বরঙ্গাইল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) পুলিশ পরিদর্শক ইয়ামিন উদ-দৌলা জানান, বিকেল চারটার দিকে শিবালয়ের উথলী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পার (অতিক্রম) করার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ইয়ামিন উদ-দৌলা বলেন, উপজেলার বরঙ্গাইল এলাকা থেকে পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ২২ মে ২০১৮/ লিটন