শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৯ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ঢাকা অফিস: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ ভাতাসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্বাধীনতা মাদরাসা শিক্ষক ঐক্য পরিষদ এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮ মার্চ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খান হল রুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোঃ নজরুল ইসলাম, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) এর সমন্বয়কারী অধ্যক্ষ মাওঃ মোঃ তেলাওয়াত হোসেন খান ও অধ্যক্ষ মোন্তাজ উদ্দিন মুর্তজা।

এ সময় ভোলার চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিনসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।