স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল মনোভাব গড়ে তুলতে মানিকগঞ্জে বুধবার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে ভ্রাম্যমান বইমেলার আয়োজন করা হয়।
আলোঘর প্রকাশনার সহযোগিতায় সেবরকারি সামাজিক সংস্থা দিবা বিদ্যালয়গুলোতে বইমেলা বসে।
আয়োজকরা জানায়, বর্তমান প্রযুক্তির এই যুগে বই পড়ার অভ্যাস কমেই গেছে বলা যায়। মানুষ আজকাল প্রযুক্তির প্রতি আসক্ত বেশি। পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্যের বিভিন্ন বই এবং লেখকদের সঙ্গে পরিচয়, পড়া পড়ার প্রতি উৎসাহিত এবং অভ্যাস করতে ভ্রাম্যমান বইমেলার আয়োজন করা হয়।
জেলা শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চবিদ্যালয়, জেলা সদরের বেতিলা হাইস্কুল অ্যান্ড কলেজ এবং শিবালয় উপজেলার উথলীয় পাইলট উচ্চবিদ্যালয়ে এই বই মেলার আয়োজন করা হয়। কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, ভ্রামণ কাহিনী, সায়েন্স ফিকশন এবং বিজ্ঞানবিষয়ক বিভিন্ন বই ছিল মেলায়।
বেলা ১১ টার দিকে খান বাহাদুর আওলাদ হোসেন উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বইমেলায় ভিড় করতে দেখা যায়। শিক্ষার্থীদের কেউ বই নিয়ে পড়ছে, কেউ বিভিন্ন বই দেখছে। কয়েকজন শিক্ষার্থীদের বই কিনতেও দেখা যায়। হুমায়ুন আহমেদের বইয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহটা বেশি ছিল। আবার কেউ কেউ বিজ্ঞানবিষয়ক বই কিনতে দেখা যায়।
দিশার জনসংযোগ কর্মকর্তা হাসনাত মোবারক জানান, গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মানিকগঞ্জের তিনটি বিদ্যালয়ে চলে এই বইমেলা। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটনাতে দেশের বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্টানগুলোতে ভ্রাম্যমান বইমেলার আয়োজন করা হচ্ছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৫ এপ্রিল ২০১৮/ লিটন