শপথ নিলেন মাহাথির মোহাম্মদ

সব খবর ডেস্ক : ‘ফাদার অব দ্য ন্যাশন’ খ্যাত ড. মাহাথির মোহাম্মদ ৯২ বছর বয়সে মালয়েশিয়ার ১৪ তম সাধারণ নির্বাচনে জয় পাওয়ার পর শপথ নিলেন ।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) কুয়ালামপুরের নেগারা ইস্তানায় (মালয়শিয়ার রাজার বাসবভন) রাজা সুলতান মোহাম্মদ ভি তাকে শপথ বাক্য পাঠ করান।

গত বুধবার নির্বাচনে দেশটির ২২২ আসনের মধ্যে মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান দল ১২১ আসনে জয় পায়। অন্যদিকে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল ৮৮ আসনে জয় পেয়েছে। অথচ যে বারিসান ন্যাশনাল জোটকে হারিয়ে তিনি নির্বাচনে জয়ী হলেন, সে জোট থেকে নির্বাচন করে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মাহাথির। দলটির প্রেসিডেন্টও ছিলেন তিনি।

৯ মে বুধবার রাতে মাহাথিরের দলকে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনে মাহাথিরের জয়ে দেশটিতে দু’দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সব খবর/ ঢাকা/ ১০ মে ২০১৮/ লিটন