মেয়র পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মনোনয়ন লাভ করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাবিথ আউয়াল। তাকে মনোনীত করাকে দেশের তরুণদের প্রাথমিক বিজয় বলে মন্তব্য করেন তিনি।
শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই কৃতজ্ঞতা প্রকাশ করে এ মন্তব্য করেন তিনি।
তাবিথ বলেন, ‘বিএনপি তরুণদের প্রতি আস্থা রাখায় প্রাথমিক বিজয় খালি আমার না, বাংলাদেশের সব তরুণের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করছে, আগামীতে বাংলাদেশ বিশেষ করে ঢাকায় তরুণদের ওপর আস্থা রাখা যায়।’
তিনি বলেন, ‘এখন যখন নমিনেশন পেয়েছি, এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে নমিনেশন পেপার দাখিল করব। তারপরে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোটের অধিকার রক্ষা করার জন্য এবং দেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে, ঢাকা শহর যে অবনতির দিকে চলে যাচ্ছে, ঢাকার উন্নয়নের জন্য, সে কাজগুলো আমি অতি শিগগিরই শুরু করব।’
তাবিথ বলেন, ‘বর্তমানে ঢাকা শহরের প্রত্যেকটা সেক্টর নিম্নমানের তালিকায় আছে। আমরা চেষ্টা করব, গণতন্ত্র তো রক্ষা করতেই হবে, পাশাপাশি ঢাকাকে উন্নত করতে হবে। তাই আমরা জনকল্যাণে জনগণের জন্য লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছি।’