চট্টগ্রাম (লোহাগাড়া) সংবাদদাতা : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংর্ঘষে মাইক্রোবাস চালক মো. জামাল নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি হাজ্বী রাস্তা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত জামাল, ঢাকার মহম্মদপুর উত্তর সিটি কর্পোরেশনের ১৭সি হাইফেন গ্রামের আব্দুল মজিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী অপর একটি মাইক্রোবাসের চালক মোঃ মানিক জানান, সকাল ১০ টার দিকে ঢাকার জুনাইদ এন্টার প্রাইজের অধিনস্ত তার মাইক্রোবাসের সাথে অন্য আরেকটি মাইক্রোবাস ঢাকা থেকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে লোহাগাড়া এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে ওই মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ওই মাইক্রোবাসের চালক জামাল নিহত হয়। ওই মাইক্রোবাসে জামাল একাই ছিল।
দোহাজারী হাইওয়ে থানার এএসঅাই মুহাররম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে আটক করা হয়েছে।
সব খবর/ চট্রগ্রাম/ লোহাগাড়া/ ২০ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন