চট্রগ্রাম (লোহাগাড়া) সংবাদদাতা : চট্রগ্রামের লোহাগাড়া পুরাতন থানা সুপার কিংস ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট।
বৃহস্পতিবার বিকাল ৩টায় লোহাগাড়া নজুমুন্নিছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন লোহাগাড়া ব্রিক্স মালিক সমিতির সভাপতি সাহাব উদ্দীন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের।
চিব্বাড়ী এম এ মোতালেব কলেজের ইংরেজী বিভাগের প্রধান মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, লোহাগাড়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কাইছার হামিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, তাহরিম জাফর জিসান, আকতারুজ্জমান চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ তৌহিদুল ইসলাম, লোহগাড়া ইউ.পি সচিব মোঃ এরশাদ প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে আমিরাবাদ স্কুল রোড় ক্রিকেট একাদশকে তিন উইকেটে হারিয়ে দয়ার পাড়া টপ-নাইন ক্রিকেট একাদশ জয় লাভ করে।
খেলা পরিচালন করেন বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ ফারুক ও তৌহিদুল ইসলাম।
সব খবর/ চট্টগ্রাম/ ২২ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন