লক্ষ্মীপুরের রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মামা-ভাগিনা নিহত হয়েছেন। নিহতরা হলেন- ব্যবসায়ী মো. সুমন হোসেন (৩৮) ও তার ভাগ্নে মো. তামিম। নিহত সুমন উপজেলার আইয়েনগর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। তামিম পার্শ্ববর্তী চাটখিল উপজেলার শাহাপুর গ্রামের বাসিন্দা।
রোববার রাত সাড়ে ৯ টার দিকে মহাসড়কের দরবেশপুর এলাকার যুগী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে দোকান বন্ধ করে সুমন ভাগ্নে তামিমকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথেমধ্যে রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের যুগী বাড়ির সামনে পৌঁছালে একটি নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তামিম ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় সুমনকে রামগঞ্জ ফেমাস হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।