র‌্যাবের হাতে আটক : ছাত্রলীগ নেতা রাজিব বহিষ্কার

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই সাথে শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজিবকে বহিষ্কার কারা হয়েছে।

সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ছাত্রলীগের নিজস্ব ওয়েব সাইটে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

ওই প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মানিকগঞ্জ জেলার অন্তর্গত হরিরামপুর উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সেই সাথে রাজিবুল হাসান রাজিব (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, হরিরামপুর উপজেলা শাখা, মানিকগঞ্জ)-কে দলীয় শৃঙ্খলা ভংগের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এদিকে দীর্ঘদিন ধরে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগে রাজিবুল হাসান ও তার বাবা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম মোল্লাসহ অপহরণকারী চক্রের ১০জনকে আটক করেছে র‌্যাব-২।

রোববার গভীর রাতে উপজেলার কালই গ্রামে রাজিবদের নিজ বাড়ি থেকে দুই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই ১০ জনকে আটক করা হয়।

সব খবর/ মানিকগঞ্জ/ ১২ মার্চ ২০১৮/ লিটন