রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়ে সৌদি প্রবাসী নিখোঁজ

২৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক সৌদি প্রবাসী। ১৫ আগস্ট সৌ‌দি প্রবাসী নোমান তার বন্ধুদের সঙ্গে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ সহায়তা দিতে গিয়ে নিখোঁজ হন। বিষয়টি উখিয়া থানায় জানানো হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নোমানের বড় ভাই নাজিদ জানান, নোমান তার বন্ধু মিজান, আল আ‌মিন, আ‌মির, সিরাজী, জাহাঙ্গীর, মিনহ‌াজসহ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে পিকআপে করে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ সহায়তা দিতে যায়। তারা ত্রাণসামগ্রী আর্মি চেকপোস্টে জমা দিতে গেলে সেখানকার কর্তৃপক্ষ উখিয়া টিএনও অফিস থেকে ক্লিয়া‌রেন্স পেপার নি‌য়ে আস‌তে বলে। ক্লিয়ারেন্স পেপার নিয়ে ফেরার পথে ওইদিন দুপুর থেকে সে নিখোঁজ রয়েছে।