ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে রেল লাইন স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে রেল লাইন বাস্তবায়ন কমিটি।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে রেল লাইন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন নিসচা জেলা শাখার সভাপতি এ্যাড, মনোয়ারুল হক লাল, রেলপথ বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক খোন্দকার হাফিজ ফারুক, ছাত্রলীগ নেতা অমিয় মজুমদার অপু, রেল আব্দুল্লাহ, হুমায়ন হিমু, গোলক জোয়ার্দ্দার, এস এম রবি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বৃটিশ আমলে এই অঞ্চলে রেল লাইন ছিল। কিন্তু পরে তা উঠে যায়। ঝিনাইদহে রেল লাইন না থাকার কারণে এ এলাকার ব্যবসায় বাণিজ্যে প্রসার ঘটছে না।
বক্তারা যশোর থেকে ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবী জানান।
সব খবর/ ঝিনাইদহ/ ১৯ এপ্রিল ২০১৮/ লিটন