রাত ১২ টায় মুখোমুখি ব্রাজিল বেলজিয়াম

ডেস্ক রিপোর্ট : আজ শুক্রবার রাত ১২ টায় কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল বেলজিয়াম। পঞ্চমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও বেলজিয়াম।

এর আগে চারবার মুখোমুখি হয়ে বেলজিয়ামকে তিনবার হারিয়েছে ব্রাজিল। আর একটি ম্যাচে জিতেছে বেলজিয়াম। ১৯৬৩ সালে এই দুই দল প্রথমারের মতো মুখোমুখি হয়। সেই ম্যাচে জয় পেয়েছিল বেলজিয়াম। বিশ্বকাপে এই দুই দল একবার মুখোমুখি হয়েছে। ২০০২ সালের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

বিশ্বকাপে ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন। এবার তারা টানা সপ্তমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। সর্বশেষ তিন বিশ্বকাপে ইউরোপের দলের কাছ থেকে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। ২০০৬ সালে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফ্রান্সের কাছে হেরেছিল ব্রাজিল। এরপর ২০১০ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা নেদারল্যান্ডসের কাছে হেরে যায়। ২০১৪ সালের বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে জার্মানির কাছে হারে ব্রাজিল।

বিশ্বকাপে বেলজিয়ামের সর্বোচ্চ অর্জন সেমিফাইনাল। ১৯৮৬ সালের বিশ্বকাপে তারা সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছিল। ২০১৪ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল বেলজিয়াম। এবারও কোয়ার্টার ফাইনাল ম্যাচে দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে খেলতে যাচ্ছে বেলজিয়াম।

সব খবর/ ঢাকা/ ৬ জুলাই ২০১৮/ নিউজ ডেস্ক