স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে Social Agency for Welfare and Advancement in Bangladesh (SAWAB) এর উদ্যোগে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় র্যালিটি রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে তেজগাঁও, হাতিরঝিল, কাওরানবাজার, ফার্মগেইট প্রভৃতি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মানিকমিয়া এভিনিউতে এসে শেষ হয়।
র্যালিপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান। সংস্থার হেড অব প্রোগ্রাম লোকমান হোসাইন তালুকদারের সঞ্চালনায় ২৫০ এরও বেশি স্বেচ্ছাসেবক এতে অংশ নেন। র্যালিতে প্রধান অতিথি ছিলেন কর্নেল (অবঃসরপ্রাপ্ত) জেড আর এম আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক রেজাউল করিম খোকন এবং ছওয়াবের ডাইরেক্টর অপারেশন্স আফতাবুজ্জামান।
এতে আরও উপস্থিত ছিলেন সিস্ট্যান্ট কো-অর্ডিনেটর খোরশেদ আলম, হেড অব মনিটরিং এস এম ইমদাদুল ইসলাম। এছাড়াও সংস্থার কর্মকর্তা মুশফিকুস সালেহীন, সিরাজুল ইসলাম, বোরহান উদ্দীনসহ অন্যরা অংশ নেন। জানা গেছে, ‘ছওয়াব’ বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি সারাদেশে নানাবিধ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।