রাঙামাটির রাজস্থলীতে দুর্বৃত্তের গুলিতে ইউনিয়ন যুবলীগ সভাপতি নিহত হয়েছেন। এঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
নিহতের নাম ক্রে হ্লা চিং (৪৫)। তিনি রাজস্থলী উপজেলার বাঙালহালীয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি ছিলেন।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজস্থলী উপজেলার বাঙালহালীয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের নাইক্ষ্যংছড়ি এলাকায় এঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজস্থলী উপজেলার বাঙালহালীয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের নাইক্ষ্যংছড়ি এলাকায় নিজ বাড়িতে ঘুমাচ্ছিল ক্রে হ্লা চিং। এসময় ১০-১২জনের একদল সশস্ত্র যুবক তাকে ঘর থেকে বাইরে আসতে বলে। সে ঘর থেকে বাইরে আসার সাথে সাথে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। তাদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে গুলির শব্দ শুনে তার স্বজনরা ছুটে আসার আগে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে রাঙামাটি অতিরিক্তি পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, এ ঘটনার খবর পেয়ে রাজস্থলী থানার কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। তিনি আসলে বিস্তারিত জানা যাবে।