হেলসিংকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখার প্রতিবাদ সমাবেশ। ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এক প্রতিবাদ সমাবেশ আয়োজিত হয়েছে।
স্থানীয় সময় বুধবার (২ অক্টোবর) হেলসিংকিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা।
সমাবেশে ফিনল্যান্ড শাখা বিএনপির নেতৃবৃন্দ বলেন, ‘দেশে লুটের রাজ্য কায়েম করেছে ক্ষমতাসীনরা। তাদের ঘরে ঘরে সিন্দুকের ভল্ট ভরা লুটপাটের অর্থ রয়েছে। এছাড়াও বিদেশে কোটি কোটি টাকা পাচার করে তারা দেশকে ফোকলা করে দিয়েছে।’
দেশের দুর্নীতিবিরোধী চলমান অভিযান প্রসঙ্গে তারা বলেন, ‘সরকার কথিত অভিযানের নামে মাঠে নেমে খেই হারিয়ে ফেলেছে। তারা অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত রাঘব বোয়ালদের ধরতে পারছে না। তাই এখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘাড়ে দোষ চাপিয়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সরকার।’
বর্তমান আওয়ামী লীগ সরকারই দেশের জনগণকে ক্যাসিনো খেলা শিখিয়েছে বলে দাবি করেন ফিনল্যান্ড শাখা বিএনপির নেতৃবৃন্দ।
সমাবেশে তারা বলেন,‘আগে তো ক্যাসিনো নাম শুনেনি বাংলাদেশের সাধারণ জনগণ। আওয়ামী লীগই জনগণকে ক্যাসিনো দেখাল, খেলা শেখাল। মানুষের সর্বস্ব লুট করে নিল। ’
আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে জুয়ার দেশে পরিণত করেছে বলে মন্তব্য করে সমাবশের বক্তারা বলেন, ‘জুয়ার টাকায় আওয়ামী লীগের নেতাদের পকেট ভারী হয়েছে। বড় বড় রাঘব বোয়ালেরা বিদেশে টাকা পাচার করেছে। এখন চুনোপুঁটিদের ধরে গায়ের গন্ধ দূর করছে সরকার।’
প্রতিবাদ সমাবেশে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়। এ সময় সরকারকে অবৈধ আখ্যা দিয়ে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন নেতৃবৃন্দ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
ফিনল্যান্ড বিএনপি নেতা জামান সরকারের সভাপতিত্বে, মবিন মোহাম্মদ ও সামসুল গাজীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মোকলেসুর রহমান চপল, এজাজুল হক রুবেল, আনোয়ার খান, প্রদীপ কুমার সাহা, মিজানুর রহমান মিঠু, সাহিন মোহাম্মদ, আবদুল্লাহ আল মাসুদ, আবুল কালাম আজাদ, নিজাম উদ্দিন, অপু সরকার ও মোজাহেদুল ইসলাম।