মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু জনগোষ্ঠির ওপর ফের নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন আর যুদ্ধাপরাধ করছে বার্মিজ সেনারা। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। রাখাইনের বিভিন্ন সংখ্যালঘু, মানবাধিকার ও গণমাধ্যমকর্মীদের সাক্ষাতকার এবং স্যাটেলাইট ছবির ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, আঞ্চলিক বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির বিরুদ্ধে অভিযানের নামে নতুন করে নৃশংসতা করছে সেনারা। ২০১৭ সালে রোহিঙ্গা নিপীড়নের সাথে জড়িত সেনারাই এর সাথে জড়িত। রাখাইন ও শিন রাজ্যে সংখ্যালঘু হত্যা, নির্যাতন ও বিতাড়িত করা হচ্ছে।
অ্যামনেস্টির অভিযোগ, নির্মমতা আর দায়হীনতার সংস্কৃতি তৈরি হয়েছে মিয়ানমারে। দেশটির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিষয়টি তুলে ধরতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানায় অ্যামনেস্টি।