মেধাবী ও দু:স্থ্যদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের পৌর এলাকার মেধাবী ও দু:স্থ্য শিক্ষার্থীদের মাঝে গাইড বই ও শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে পশ্চিম সেওতা এলাকায় স্থানীয় কাউন্সিলর মো: আবুল কালাম আজাদ মাষ্টারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

প্রফেসর মো: ওমর কাজীর সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা উদীচীর সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক কাজী লুৎফর নাহার শিউলী, লতিফ মাষ্টার, মো: সিরাজুল ইসলাম, হাসু মাতাব্বর, শাহানুর ইসলাম, মাসুদ রানা চুন্নু, আওলাদ হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম মিহির, মো: আকরাম হোসেন প্রমুখ।

এসময় প্রধান অতিথি শতাধিক শিক্ষাথীদের মাঝে গাইড বই ও শিক্ষা উপকরণ তুলে দেন। পরে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ৬ জনকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৭ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন