ফয়সল নোই
আলস্য জাপটে স্বপ্নের মেখলা ছড়ে পড়ে
বাজিকর নারীর কোমরে
অসময়ে বৃষ্টি আসে
জলমেঘ রূপের দিকে চোখ সরে যায়
শ্রাবণের পালিত কন্যা বৃষ্টির উপনাম
নিঃসঙ্গ যজ্ঞসূত্রে ওড়পুষ্প কাঁপে শিহরণে
আদিবাসী গ্রাম,হাঁটা পথের ধারে বিরাণে
রজোগুণে এই রয়ানি কালে
কাছে ছিল তার গৃষ্ম বাতাস
এলো চুল, ধুলি ঝড়,দমকা হাওয়ার দল
ব্যাগ ভর্তি স্কুল বই
লাফিয়ে লাফিয়ে চলা মৃদু খরগোশ
অকৃতদার স্মৃতি রেণু তাকে ছুঁয়ে গায়
গেরস্থ গলায় ঐকাহিক অভিধান।
লেখক: ফয়সল নোই, এ্যাসাইনমেন্ট এডিটর, চ্যানেল আই