মায়ের আত্মহত্যা, মেয়ের চেষ্টা !

স্টাফ রিপোর্টার :  পারিবারিক কলহের জের ধরে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা গ্রামে  শুক্রবার দুপুরে ফাঁস নিয়ে নবীরন বেগম নামের এক নারী আত্মহত্যা করেছেন।

একই ঘটনায় তার মেয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

নবীরন বেগম (৫৫) জয়রা গ্রামের হযরত আলীর স্ত্রী। মেয়ের নাম রিমা আক্তার (২৬)।

পুলিশ, স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে ঢাকার ধামরাই উপজেলার মহিষাশী গ্রামের মোশারফ হোসেনের সঙ্গে হযরত আলীর মেয়ে রিমার বিয়ে হয়। দাম্পত্যকলহের জের ধরে তিন বছর আগে মোশারফ ও রিমার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর রিমা বাবার বাড়িতে চলে আসে। এই দম্পতির ছয় বছরের মেয়ে আনিকা আক্তার বাবার কাছে থাকতো। বাবার বাড়িতে থাকায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা নবীরন ও মেয়ে রিমার মাঝেমধ্যে ঝগড়া হতো।  শুক্রবার  সকালে শিশুমেয়েকে দেখতে ধামরাইয়ের মহিষাশী গ্রামে যেতে চাইলে রিমাকে বাধা দেয় নবীরন। এ নিয়ে মা নবীরন ও মেয়ে রিমার মধ্যে ঝগড়া হয়।

স্থানীয় জাগীর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হকসহ একাধিক প্রতিবেশি জানান, এই ঝগড়ার জের ধরে জয়রা গ্রামে বাড়িতে ঘরের একটি কক্ষে গলায় রশি নিয়ে ফাঁস নেন নবীরন। এর পরপরই মেয়ে রিমাও পাশের কক্ষে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন। পরে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় নবীরনের লাশ ও মুমূর্ষ অবস্থায় রিমাকে উদ্ধার করে পরিবার ও প্রতিবেশিরা।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে বিকেলে বাড়ি থেকে ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। গুরুতর অবস্থায় ওই হাসপাতালে মেয়েকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সব খবর/ মানিকগঞ্জ/ ২৩ মার্চ ২০১৮/ লিটন