মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে মন্ত্রিপরিষদ সচিব

“গুডগর্ভনেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং” পর্যবেক্ষণ করতে তিনদিনের সরকারি সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম । একইসঙ্গে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন তিনি। বৃহস্পতিবার মালয়েশিয়ার সময় দুপুর ১২ টায় হাইকমিশনার শহীদুল ইসলামের সভাপতিত্বে মিশনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক অত্যন্ত নিবিড়। আর এ সম্পর্কের কারণে অবৈধ শ্রমিকরা বৈধ হতে পেরেছেন। এক্ষেত্রে দূতাবাসের আপনাদের (কর্মকর্তাদের) অক্লান্ত পরিশ্রমে ছিল। অনেকে সাগরপথে পাসপোর্ট, ভিসা ছাড়াই এসেছেন, তাদের সরকারি নিয়মের মধ্যেই দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। তিনি প্রবাসীদের অধিকতর কল্যাণ নিশ্চিত করতে সেবার আওতা আরও বাড়ানোর পরামর্শ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমানে বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা আগের তুলনায় অনেক উন্নত। এটি ধরে রাখার জন্য দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীদের অনুরোধ করেন তিনি।
এ সময় ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, ডিফেন্স উইং প্রধান এয়ার কমডোর হুমায়ূন কবির, শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম, মিনিস্টার পলিটিক্যাল রইছ হাসান সারোয়ার, ফার্স্ট সেক্রেটারি মো: মাসুদ হোসাইন, প্রথম সচিব (শ্রম) হেদায়েতুল ইসলাম মন্ডল, কমার্শিয়াল উইং রাজিবুল আহসান, পাসপোর্ট ও ভিসা শাখার ফার্স্ট সেক্রেটারি মো. মশিউর রহমান তালুকদার, প্রথম সচিব তাহমিনা ইয়াছমিন, দ্বিতীয় সচিব ফরিদ আহমদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।