স্টাফ রিপোর্টার : মাদক বিরোধী অভিযানে মানিকগঞ্জে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার থেকে মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রেসবিজ্ঞপ্তিতে প্রকাশ, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১.৫০ গ্রাম হিরোইন, ০৫ পিস ইয়াবা ও ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৬ জুন ২০১৮/ লিটন