মানিকগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার : সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ প্রশাসনের কাছে বিভিন্ন তথ্য উপাত্ত থাকে। সেগুলো বিশ্লেষন করে সমাবেশের অনুমতি দেওয়া হয়। ২৯ মার্চ হয়তো কোন অসুবিধা ছিল, যে কারনে পুলিশ বিএনপির সমাবেশের অনুমতি দেয়নি। বিএনপি অন্য দিন চাইলে অবশ্যই অনুমতি দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ আনসার ও ভিডিপির জেলা কার্যালয় মাঠে নবগঠিত ৩৮ আনসার ব্যাটেলিয়ানের ফ্ল্যাগ রেইজিং এর উদ্বোধনী অনু্ষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল পাশা হাবীব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার নুরুল আলম, মানিকগঞ্জ জেলা প্রশাসক মো: নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মহীউদ্দীন উপস্থিত ছিলেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ২৯ মার্চ ২০১৮/ লিটন