মানিকগঞ্জে সিএনজি অটোবাইক সংঘর্ষে নিহত এক

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ – তিল্লি সড়কের জয়রা এলাকায় সিএনজি অটোবাইক সংঘর্ষে সানোয়ার হোসেন সুজন (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন সাটুরিয়া উপজেলার তিল্লি গ্রামের লিয়াকত সরকারের ছেলে। তিনি তারাসীমা পোশাক কারখানার সুপারভাইজার পদে চাকুরি করতেন।

নিহতের চাচাতো ভাই সুমন ইসলাম জানান, কর্মস্থল থেকে সিএনজিযোগে সুজন বাড়ি ফিরছিল। জয়রা এলাকায় ওই সিএনজিটিকে বিপরীতদিক থেকে একটি অটোবাইক ধাক্কা দেয়। এতে সুজন ও আরেক যাত্রী আহত হয়।  পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

পারিবারিক জীবনে সুজন দুই সন্তানের জনক।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৮ জানুয়ারি ২০১৮/ লিটন