মানিকগঞ্জে বাস উল্টে নিহত ৩ আহত ২০

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরিতে বাস উল্টে তিন জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে।

মঙ্গলবার বেলা ৩ টার দিকে বানিয়াজুরি ক্রসব্রীজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান,  বেলা ৩ টার দিকে পাটুরিয়াগামী সাউদিয়া পরিবহনের একটি বাস সামনের একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই বাসের তিন যাত্রী নিহত হন। আহত হন অন্তত ২০ যাত্রী। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর পক্রিয়া চলছে। দুর্ঘটনার পর প্রায় ঘন্টা খানেক মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৫ মে ২০১৮/ লিটন